(STEP) এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

স্কীল এন্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্ট বিশ্বব্যাংক (STEP) এর আর্থিক সহযোগিতায় বগুড়া টিটিসিতে ৪টি ট্রেডে ৪০ জন করে ১৬০ জন প্রশিক্ষনার্থীকে প্রতি ৬ মাস অন্তর অন্তর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হইতেছে। ট্রেডগুলো হলো:

          রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

          অটোমেকানিক্স উইথ ড্রাইভিং

          জেনারেল ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস

          সিভিল কনস্ট্রাকশন

উক্ত ট্রেডগুলোতে কোন ভর্তি ফি অথবা প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। প্রশিক্ষণার্থীকে ১০০% উপস্থিতির উপর ৭০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়।

 

Technical Training Center (TTC), Bogra © 2015 Frontier Theme