আগামী ইভেন্ট
আমাদের সম্পর্কে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালিত মোট ১৩টি ট্রেডে অত্র কেন্দ্রে প্রশিক্ষণ চলছে
বগুড়া শহরের নবনির্মিত কেন্দ্রীয় বাস টার্মিনাল চারমাথা থেকে পূর্বদিকে আধা কিলোমিটার দূরে সান্তাহার রোডে নিশিন্দারা, কারবালা নামক স্থানে বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে ১৯৭৬ সালে অনুমোদিত আই.ডি.এ ও আই.এল.ও হয়। সর্বমোট ১২.১৩ একর পরিমান বিরাট ভূ-খন্ডের উপর ১৩ কোটি টাকা ব্যয়ে স্থাপনাটি সংসদ লিমিটেড এর স্থাপত্য পরিকল্পনায় জনতা নির্মাণ সংস্থা কর্তৃক ১৯৮৫ সালের শের্ষাধ্যে নির্মান সু-সম্পন্ন হয় এবং ১৯৮৬ জানুয়ারী মাস হতে ০৬টি ট্রেডের মাধ্যমে টি.টি.টি’র অগ্রযাত্রা শুরু হয়।
বিদেশে কর্মরত বিদায়ী শিক্ষার্থীরা যা বলছে...
আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত হাজার হাজার শিক্ষার্থী এখন দেশ-বিদেশে কর্মরত
শিরিন
প্রবাসী হাউজ কিপারআমি শিরিন সুলতানা বগুড়া টিটিসি থেকে 06 মাস মেয়াদী হাউস কিপিং কোর্স করে বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে কর্মরত আছি। টিটিসির ট্রেনিয়ের ফলে আমি বিদেশ এসে সবকিছু সামলে নিতে পেরেছি। টিটিসিকে ধন্যবাদ আমার দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখার জন্য।
ফাহাদ
প্রবাসী মোটর ড্রাইভারকারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া থেকে ৪ মাস মেয়াদী ‘মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনট্যান্স’ কোর্সটি করেছি। বর্তমানে আমি দক্ষিণ কোরিয়ায় মোটর ড্রাইভার হিসেবে কাজ করি। টিটিসি বগুড়া থেকে প্রাপ্ত ট্রেনিং আমাকে সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করতে সাহায্য করেছে।